মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৬:০৩ অপরাহ্ন
রিয়াজ মাহামুদ আজিম॥ বরিশাল নগরীর শেরে বাংলা সড়ক এলাকায় অভিযান চালিয়ে বিশ পিস ইয়াবাসহ দুই মাদকব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার ( ১৫ ডিসেম্বর ) রাত সাড়ে দশটার সময় নগরীর ২৮ নং ওয়ার্ডের শেরে বাংলা সড়ক এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদেরকে আটক করে এয়ারপোর্ট থানা পুলিশ। আটককৃতরা হলেন, গোরোস্থান রোড টিনের মসজিদ এলাকার মোঃ হাবিবের ছেলে মোঃ ফাহিম ( ২২), ও কলেজ এভিনিয় এলাকার ৩ নং গলির জাকির হোসেনের ছেলে মিযান ( ১৮ ) ।
এয়ারপোর্ট থানার এস আই রাহায়নুর রহমানের নেতৃতে এস আই সাইদুল হক, এ এস আই আব্দুল আউয়ল, এ এস আই জব্বার এ অভিযান পরিচালনা করেন। এস আই রাহায়নুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফাহিম ও মিজান নামে দুইজনকে আটক করা হয়েছে। পরে দেহ তল্লাশি করে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটকের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় মাদক আইনে মামলার প্রস্ততি চলছে বলেও জানান তিনি।
Leave a Reply