মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০২:৩৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
শালিণ্য স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের কেন্দ্রিয় প্রশিক্ষণ বিভাগের পরিচালনায় ও শালিণ্য বরিশাল সদর শাখার আয়োজনে অদ্য ৪জানুয়ারী ২০১৯ আদর্শ মাতৃমন্দির স: প্রা: বিদ্যালয়ে শালিণ্য কর্মী প্রশিক্ষণ বিষয়ক (General Training) GT কোর্স অনুষ্ঠিত হয়েছে।
কোর্সটির পরিচালক ছিলেন শালিণ্য বরিশাল সদর উপজেলা শাখার নির্বাহী পরিচালক জয়দেব সাহা, প্ররশিক্ষক হিসেবে ছিলেন শালিণ্য কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সম্পাদক কিশোর কুমার বালা ও শালিণ্য সদর শাখার উপ-পরিচালক (ক্রীড়া) আলআমিন বেপারী।দিনব্যাপী কোর্সটি পরিদর্শন করেন শালিণ্য উপদেষ্টা ও নিবেদিত শিক্ষক শ্রী জীবন কৃষ্ণ দে। কোর্স শেষে মূল্যায়নের মাধ্যমে উর্ত্তিনদের মাঝে শালিণ্য কর্মী হিসেবে স্বীকৃতির সনদ পত্র প্রদান করা হয়।
Leave a Reply