সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৯:২১ অপরাহ্ন
আমতলী প্রতিনিধি॥ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বরগুনার আমতলী পৌরসভা চত্বরের সামনে নির্মিত বঙ্গবন্ধুর ভাস্কর্য উন্মোচন করা হবে আজ । আজ মঙ্গবার ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে দুপুর ১২টায় পৌরসভা চত্বরের সামনে বঙ্গবন্ধুর ভাস্কর্য উন্মোচন করবেন জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু।
বরগুনা জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহর সভাপতিত্বে উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন- বরগুনা জেলা পুলিশ সুপার মো. মারুফ হোসেন, বরগুনা জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ মো. জাহাঙ্গীর কবির, উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ জি এম দেলওয়ার হোসেনসহ বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, জেলা-উপজেলা পর্যায়ের আওয়ামী লীগের নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ। উল্লেখ্য, আমতলী পৌরসভা ৩২ লাখ টাকা ব্যয়ে ও পৌর মেয়র উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. মতিয়ার রহমানের সার্বিক তত্ত্বাবধানে পৌর ভবনের সামনে বঙ্গবন্ধুর এ ভাস্কর্যটি নির্মাণ করা হয়েছে।
Leave a Reply