মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০২:৩৬ অপরাহ্ন
বরগুনা প্রতিনিধি॥ বরগুনার বামনা উপজেলার শতবছরের পুরনো ঐতিহ্যবাহী রুহিতা-আমতলী-সফিপুর সার্বজনীন দুর্গা মন্দির ঘরের সামনে অর্ধশত বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করে জমি দখলের চেষ্টা করেছে এলাকার কতিপয় ভূমিদস্যু।
গত রবিবার (২৬ জুলাই) সন্ধ্যায় পার্শ্ববর্তী লোকজনকে ভয়ভীতি দেখিয়ে গাছ রোপণ করে মন্দিরের জমি দখলের চেষ্টা চালায় ওই ভূমিখেকোরা।
এঘটনায় মন্দির দুর্গা মন্দির কমিটির সভাপতি মনোজ কুমার বিশ্বাস বামনা থানায় দুজনকে অভিযুক্ত করে একটি অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা হলেন আমতলী গ্রামের নারায়ণ চন্দ্র হাওলাদার বাবু (৬৫) ও তার ছেলে দুলাল হাওলাদার (৪০)।
অভিযোগে জানা গেছে, আমতলী গ্রামের নারায়ণ চন্দ্র হাওলাদার ওই দুর্গা মন্দিররের জমিতে তার সম্পত্তি রয়েছে দাবি করে দীর্ঘদিন ধরে মন্দির কমিটির সদস্যদের ভয়ভীতি প্রদর্শন করছিল। তিনি ওই ধর্মীয় প্রতিষ্ঠানটি উচ্ছেদের জন্য মন্দির কমিটির সংশ্লিষ্ট সদস্যদের নামে একাধিক মিথ্যা মামলা দায়ের করেছেন। ওই সব মিথ্যা মামলায় তার পক্ষে কোনো রায় না পাওয়ায় তিনি ও তার ছেলে দুলাল হাওলাদার গত রবিবার সন্ধ্যায় মন্দির ঘরের সামনে প্রায় অর্ধশত গাছের চারা রোপণ করে। এঘটনায় আমতলী গ্রামের সকল সম্প্রদায়ের লোকজন ক্ষোভ প্রকাশ করেন।
রুহিতা-আমতলী-সফিপুর সার্বজনীন রাধা গোবিন্দ মন্দির ও দুর্গা মন্দিরের সভাপতি মনোজ কুমার বিশ্বাস জানান, বামনা উপজেলার প্রথম প্রতিষ্ঠিত শতবছরের ঐতিহ্যপূর্ণ এই দুর্গা মন্দিরটি উচ্ছেদের জন্য এক শ্রেণির ভূমিদস্যূ দীর্ঘদিন ধরে পাঁয়তারা চালিয়ে আসছে। এর ধারাবাহিকতায় রবিবার সন্ধ্যায় নতুন ভড়াটকৃত মন্দির ঘরের সামনে জমিতে গাছের চারা রোপণ করে ওই জমি দখলের চেষ্টা করা হয়।
অভিযুক্ত নারায়ণ চন্দ্র হাওলাদারের মোবাইল ফোনে কল করা হলেও তার ফোনটি বন্ধ পাওয়া গেছে। বামনা উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি অঞ্জন চ্যাটার্জি বলেন, শতবছরের ঐতিহ্যবাহী আমতলী গ্রামের দুর্গা মন্দিরটির জমি দখলের উদ্দেশ্যে যারা মন্দিরের সামনে গাছের চারা রোপণ করেছেন তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির ব্যবস্থা করা হবে।
বামনা থানার ওসি ইলিয়াস আলী তালুকদার বলেন, মন্দির ঘরের সামনে গাছ রোপণ করে জমি দখলের চেষ্টার একটি লিখিত অভিযোগ আমরা পেয়েছি। সরেজমিনে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply