সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১:৫৪ অপরাহ্ন
বরগুনা প্রতিনিধি॥ বরগুনায় নতুন করে আরো দুইজন করোনা রোগী শনাক্ত হয়েছে। তাদের নমুনা সংগ্রহের পর পরীক্ষা-নিরীক্ষা শেষে করোনা পজেটিভ বলে নমুনা প্রতিবেদন বরগুনা জেলা স্বাস্থ্য বিভাগের কাছে এসে পৌঁছেছে। করোনা আক্রান্ত দুই রোগীর একজন সম্প্রতি ঢাকা থেকে এসেছেন আারেকজন এসেছেন নারায়ণগঞ্জ থেকে বলে জেলা স্বাস্থ বিভাগ সূত্রে জানা গেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ভিন্ন ভিন্ন সময়ে বরগুনা সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি হন ওই দুই ব্যক্তি। এরপর হাসপাতাল কর্তৃপক্ষ তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠায়। আজ শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে তাদের নমুনা পরীক্ষার রিপোর্ট বরগুনা জেলা স্বাস্থ্য বিভাগের কাছে পৌঁছায়। প্রতিবেদনে ওই দুই ব্যক্তিকে করোনা পজিটিভ বলে উল্লেখ করা হয়। করোনাভাইরাসের আক্রান্ত ওই দুই রোগীর বাড়ি বরগুনা সদর উপজেলায় বলে জানা গেছে।
এর আগে বরগুনায় প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হন বরগুনার আমতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম দেলোয়ার হোসেন। গত বৃহস্পতিবার তার মৃত্যু হয়। এ নিয়ে বরগুনায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা এ পর্যন্ত তিন জনে দাঁড়িয়েছে।
এ বিষয়ে বরগুনার সিভিল সার্জন ডা. হুমায়ুন শাহীন খান বলেন, করোনাভাইরাস আক্রান্ত নতুন দুই রোগী বরগুনা জেনারেল হাসপাতালে আইসোলেশন ইউনিটে ভর্তি আছেন। আমরা তাদের সুচিকিৎসা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছি। ওই দুই ব্যক্তির সংস্পর্শে যারা ছিলেন তাদের বিষয়েও যথাযথ পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এ বিষয়ে বরগুনা জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, আক্রান্ত দুই জনের মধ্যে একজন তাবলীগ জামায়ত থেকে ফিরেছেন। অন্যজন নারায়ণগঞ্জ থেকে ফিরেছেন। তাদের সংস্পর্শে যারা ছিলেন তাদেরকে খুঁজে বের করে আমরা কোয়ারেন্টাইন নিশ্চিত করতে কাজ শুরু করেছি। এ ছাড়াও ওই দুই ব্যক্তির বাড়ি লকডাউন করা হয়েছে বলেও জানান তিনি।
Leave a Reply