শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০২:২২ পূর্বাহ্ন
বরগুনা প্রতিনিধি: র্যাব-পুলিশের যৌথ অভিযানে জামাল হেসেন (৪৫) নামে প্রতারণা মামলার ওয়ারেনভুক্ত আসামীকে গতকাল সোমবার ঢাকার মিরপুর থেকে আটক করা হয়েছে।
আসামি জামাল পাথরঘাটার জ্বালিয়াঘাটা গ্রামের মোসলেম আলীর ছেলে। অর্থ আত্মসাৎ সহ নানা অপরাধে তার বিরুদ্ধে বরিশাল,আমতলী এবং চাঁদপুরের কচুয়া থানায় সহ বিভিন্ন স্থানে ৪টি মামলা এবং ওয়ারেন্ট রয়েছে। সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে সে কচুয়া এলাকা থেকে সংসদ সদস্য নির্বাচন করার জন্য মনোনয়ন সংগ্রহের জন্য তথ্য জমা দিয়েছিলেন। সিআর মামলা সহ অন্যান্য ৪টি মামলার তালিকাভূক্ত ওয়ারেন্টের আসামি সে । প্রতারনা মামলায় ওয়ারেন্টভুক্ত আসামী জামালকে গত সোমবার ঢাকার মিরপুর এলাকা থেকে পুলিশ ও র্যাবের যৌথ অভিযানে গ্রেফতার করা হয়।
পাথরঘাটা থানার অফিসার্স ইনচার্জ আনোয়ার হোসেন সাংবাদিকদের জানান, তাকে আজ মঙ্গলবার পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে।
Leave a Reply