শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০১:১১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার:তালা ও ভাঙচুরের পর অবশেষে সদ্য ঘোষিত রাজশাহী মহানগর ছাত্রদলের ৯টি ইউনিট কমিটি স্থগিত করা হয়েছে। ঘোষণার দুইদিন পর ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সোমবার বিকেলে নগর ছাত্রদলের এক বিজ্ঞপ্তিতে ৯টি নতুন কমিটি স্থগিত করা হয়।
মহানগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান জনি ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রবি স্বাক্ষরিত এক বিজ্ঞিপ্তিতে বলা হয়, মহানগর ছাত্রদলের সিদ্ধান্ত অনুযায়ী গত শনিবার মহানগর ছাত্রদলের অধিনস্থ তিনটি শিক্ষা প্রতিষ্ঠান ও ছয়টি থানা ইউনিট কমিটি অনুমোদন দেয়া হয়েছিল। কিন্তু ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক তিনটি শিক্ষা প্রতিষ্ঠান ও ছয়টি থানা ইউনিট কমিটি সাময়িকভাবে স্থগিত করা হলো।
গত শনিবার রাতে মহানগর ছাত্রদলের বোয়ালিয়া, রাজপাড়া, মতিহার, শাহ মখদুম, কাশিয়াডাঙ্গা, চন্দ্রিমা থানা এবং রাজশাহী সিটি কলেজ, রাজশাহী কলেজ ও নিউ গভ: ডিগ্রি কলেজ কমিটি ঘোষণা করা হয়। সোমবার দুপুরে রাজশাহী মহানগর বিএনপি কার্যালয়ে ভাংচুর চালায় পদবঞ্চিত ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় তারা নতুন কমিটির কয়েকজন নেতৃবৃন্দকে মারপিট করে এবং চেয়ার টেবিল ও জানালার কাচ ভাংচুর করে। এতে চারজন আহত হন।
এর আগে গত রবিবার দুপুরে বিএনপির ওই কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয় পদবঞ্চিতরা। বিকেল ৫টার দিকে নতুন কমিটির সদস্যরা গিয়ে তালা ভেঙ্গে কার্যালয়ে প্রবেশ করে পরিচিতি সভা করে।
রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটির সাধারণ সম্পাদক এমদাদুল হক লিমন বলেন, ‘আমরা দলীয় কার্যালয়ে পরিচিতি সভা করার জন্য বেলা ১১টা থেকে অবস্থান করছিলাম। এ সময় ছাত্রদলের কিছু নেতাকর্মী এসে আমাদের উপর হামলা চালায়। তারা দলীয় কার্যালয়ের চেয়ার-টেবিল ও জানালা ভাংচুর করে। বাধা দিতে গেলে রাজপাড়া থানা ছাত্রদলের নতুন সাধারণ সম্পাদক রাতুল, চন্দ্রিমা থানা ছাত্রদলের নতুন সভাপতি হাফিজুর রহমান এবং শাহমখদুম থানা ছাত্রদলের নতুন সাধারণ সম্পাদক আবুল বাসারকে পিটিয়ে জখম করে। এ সময় তাদের হামলায় আরো কয়েকজন আহত হয়। তাদের প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান তিনি।
বোয়ালিয়া থানার ওসি আমান উল্লাহ বলেন, ‘নতুন কমিটি নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরধরে বিএনপির দলীয় কার্যালয়ে এ হামলা হয়েছে। খবর পেয়ে পুলিশ পৌঁছার আগেই হামলাকারিরা পালিয়ে যায়। এ নিয়ে থানায় কোন অভিযোগ করা হয়নি। অভিযোগ করা হলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’
Leave a Reply