শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪, ০২:০২ অপরাহ্ন
আরিফ হোসেন,বাবুগঞ্জ(বরিশাল): বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আতিকুর রহমান এর প্রচারণায় নেমেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমুদ্র বিজ্ঞান বিভাগের প্রভাষক নুসরাত সিমু।
নুসরাত সিমু ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আতিকুর রহমান এর সহধর্মিণী। তিনি তার স্বামীর পক্ষে ট্রাক প্রতীকে ভোট চেয়ে সময় পার করছেন।
গত কয়েকদিন যাবৎ নির্বাচনী এলাকার বাবুগঞ্জের প্রত্যান্ত অঞ্চলে ট্রাক প্রতীকের ভোট প্রার্থনা করে আলোচনায় রয়েছেন তিনি।
তিনি তার স্বামী আতিকুর রহমান এর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে পরিবর্তনের জন্য ট্রাক প্রতীকে ভোট প্রদানে অনুরোধ করে যাচ্ছেন।
এসময় তিনি বলেন, গত ১৫ বছরে এ অঞ্চলের কোন উন্নয়ন চোখে পরে না। প্রত্যান্ত অঞ্চলগুলো এখনো অবহেলিত। রাস্তা-ঘাট, ব্রীজ -কালবাট এখনো চলাচলের অনুপোযোগী। জোট – মহাজোটের কারনে এ অঞ্চলে কাঙ্খিত উন্নয়ন ঘটেনি। উন্নয়নের সার্থেই এবার স্বতন্ত্র প্রার্থী আতিকুর রহমান এর ট্রাক প্রতীকে ভোট প্রয়োগ করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাফ বলে দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী উন্মুক্ত থাকবে এবং আওয়ামী লীগ নেতা কর্মীরা তাদের পছন্দের প্রার্থীর নির্বাচন করতে পারবে। নির্বাচন গ্রহনযোগ্য ও অংশগ্রহণ মূলক করতেই এ ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখানে নৌকা প্রতীক না থাকায় আমার স্বামী আওয়ামী লীগের লোক হয়েও স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।
এসময় তার সাথে উপস্থিত ছিলে আতিকুর রহমান এর বড় ভাই দেহেরগতি ইউপি চেয়ারম্যান মশিউর রহমান এর সহধর্মিণী ও ছোট ভাই অহিদুর রহমানের সহধর্মিণী। #
Leave a Reply