মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২৮ পূর্বাহ্ন
গৌরনদী প্রতিনিধি: বরিশালের গৌরনদীতে পদ্মা প্যাথলজি অ্যান্ড ডক্টরস্ চেম্বার নামের একটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানার পাশাপাশি বন্ধ করে দেওয়া হয়েছে। এ ছাড়া মৌরি ক্লিনিক নামে আরেক প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকালে এ তথ্য জানান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম।
তিনি জানান, লাইসেন্স ছাড়া প্যাথলজি সেন্টার পরিচালনার দায়ে বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে পদ্মা প্যাথলজি অ্যান্ড ডক্টরস্ চেম্বারকে ১৫ হাজার টাকা জরিমানার পাশাপাশি বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া অনুমোদনের অতিরিক্ত বেড ও ফার্মেসির লাইসেন্স না থকায় মৌরি ক্লিনিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা হাসপাতালের ডেন্টাল সার্জন ডা. নিলয় কুন্ডু, সেনেটারি ইন্সপেক্টর শংঙ্কর দাস ও গৌরনদী মডেল থানার এসআই মো. সাহাবুদ্দিন প্রমুখ।
Leave a Reply