মঙ্গলবার, ১৬ অগাস্ট ২০২২, ১০:০৬ অপরাহ্ন
সুমন তালুকদার,স্টাফ রিপোর্টার॥ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ফেক আইডি খুলে বরিশারের গৌরনদী উপজেলার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে একের পর এক বিভ্রান্তির ছড়ানোর পর এখন বাদ যাচ্ছেনা নারীরাও।
উপজেলার সুন্দরদী গ্রামের রুবি বেগম জানান, গত কয়েকদিন যাবত প্রতিবাদী কন্ঠস্বর নামের একটি ফেক আইডিতে আষাড়ে গল্প সাজিয়ে তার (রুবি) বিরুদ্ধে একের পর এক মিথ্যে পোস্ট করা হয়। ফলে তিনি এবং তার পরিবার এখন সামাজিক ভাবে হুমকির মুখে পরেছেন।
এসব ফেক আইডির বিরুদ্ধে ব্যবস্থা নিতে তিনি প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
Leave a Reply