শনিবার, ১০ জুন ২০২৩, ০৭:৪৭ পূর্বাহ্ন
নিয়ামুর রশিদ শিহাব, গলাচিপা(পটুয়াখালী) সংবাদদাতা: সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে গড়া গলাচিপা স্বপ্ন পূরন বিদ্যানিকেতনের শিশুদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠন আয়োজন করা হয়। এসময় শিশুদের পান্তা ভাত ও ভর্তার খাওয়ানো হয়। গলাচিপা স্বপ্ন পূরন বিদ্যা নিকেতন বটমূলে অনুষ্ঠানে সাকিব হাসান এর সভাপতিত্বে হুজ্জাতুল ইসলাম ও সুখি আক্তার এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশানর ( ভূমি ) সুহৃদ সালেহীন, উপজেলা স্বাস্থ্য প. প. কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম,উপজেলা মেডিকেল অফিসার ডাঃ মোঃ মোস্তফা শিকদার, উপজেলা এলজিআইডি ইঞ্জিনিয়ার মোঃ আতিকুল ইসলাম,উপজেলা খাদ্য অফিসার সমির কুমার রায়, প্রধান শিক্ষক ও সাংবাদিক সমিত কুমার দত্ত মলয়, গলাচিপা মহিলা ডিগ্রি প্রভাষক আবুহেনা মোঃ সোয়েব, বিশিষ্ট ব্যবসায়ী গোলাম কিবরিয়া ইমন, সাংবাদিক হাসান এলাহী,বেইজ বিল্ড ডিজিটাল একাডেমির সিনিয়র শিক্ষক রেদোয়ান প্রমুখসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, গণ্যমান্য ব্যক্তিবর্গ। এসময় তারা সুবিধা বঞ্চিত শিশুদের সাথে নববর্ষের আনন্দ উপভোগ করেন। অনুষ্ঠানের অর্থিক অনুদান প্রদন করেছেন ডাঃ গোলাম মোস্তফা ও ব্যবসায়ী গোলাম কিবরিয়া ইমন এবং সার্বিক ভাবে সহায়তা করেছেন অত্র স্কুলের শিক্ষক শিক্ষিকা বৃন্দ।
Leave a Reply