মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০১:০৬ অপরাহ্ন
তানজিল জামান জয়,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। কলাপাড়া উপজেলার পর্যটন কেন্দ্র কুয়াকাটা সংলগ্ন ২০ কিলোমিটার গভীর বঙ্গোপসাগরে কোস্টগার্ডের অভিযানে একটি বাল্কহেড বোঝাই ৩২৪ গাইড ভারতীয় শাড়ী জব্দ হয়েছে। এসময় সন্দেহভাজন হিসাবে ১০জনকে আটক করা হয়েছে। বুধবার দিবাগত মধ্যরাতে কোস্টগার্ড নিজামপুরের পেটি অফিসার কন্টিজেন্ট কমান্ডার ইউসুফের নেতৃত্বে অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় শাড়ী জব্দ করতে সক্ষম হয়েছেন।
তবে এর সঙ্গে জড়িত মূল হোতা কেউ গ্রেফতার হয়নি। এমভি মুন্সীগঞ্জ নামের এই বাল্কহেডটিতে খালাশ করে উপকূলীয় কলাপাড়া থেকে এ শাড়ী নেয়া হচ্ছিল। কলাপাড়ার এবং পটুয়াখালীর একাধিক গডফাদার এ চোরাচালানির সঙ্গে জড়িত রয়েছে বলে ধারনা করছেন কোস্টগার্ডসহ অন্যান্য সংস্থা। আটককৃতরা হচ্ছে, পটুয়াখালীর লাউকাঠীর সবুজ (৩৫), বাগেরহাট মোড়েলগজ্ঞের ওজিয়ার রহমান (৪০), শহীদ শেখ (৩৯), মন্টু মিয়া (৪০), ঢাকার ডেমরার আরিফ হোসেন (২৮), লিটন (৩৫), নারায়নগঞ্জ সোনারগাঁর জাহিদুল (২৮), ফরিদপুর নগরকান্দার আওলাদ মিয়া (২৬), বেল্লাল মিয়া (২০), আলী মিয়া (২৩) কে আটক করা হয়েছে।
গ্রেফতার হওয়া ১০ জনের মধ্যে লিটন ও সবুজ জানায়, তাদেরকে জিম্মি করে এ মালামাল বহন করতে বাধ্য করা হয়েছিল। বৃস্পতিবার বিকেলে কোস্টগার্ড সদস্যরা এ পরিমাণ শাড়ী বাল্কহেড থেকে কিনারে কোস্টগার্ড নিজামপুর ষ্টেশনে তুলে আনে।
অতিসম্প্রতি একই রুটে পাঁচ লাখ পিস ইয়াবার চালান আটকের সফলতার কয়েকদিনের মধ্যে কয়েক কোটি টাকার ভারতীয় শাড়ীর বিরাট চালান আটকে জনমনে স্বস্তির পাশাপাশি নানান প্রশ্নের উদ্রেক হয়েছে। এ ঘটনায় মহিপুর থানায় মামলার প্রস্তুতি চলছে।
Leave a Reply