মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৩:১৭ পূর্বাহ্ন
কলাপাড়া প্রতিনিধি: কুয়াকাটা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক , সমকাল পত্রিকার কুয়াকাটা প্রতিনিধি ও কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক প্রয়াত সাংবাদিক খান এ রাজ্জাকের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ ডিসেম্বর) সকাল ১০ টায় কুয়াকাটা প্রেসক্লাবের হলরুমে প্রেসক্লাবের সভাপতি নাসির উদ্দিন বিপ্লবের সভাপতিত্বে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো: জাহাঙ্গীর হোসেন। শুরুতেই কোরআন থেকে তেলাওয়াত করে প্রয়াত সাংবাদিক খান এ রাজ্জাকের কনিষ্ঠ ছেলে সিয়াম। বিশেষ অতিথি ছিলেন কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার।
কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি নাসির উদ্দিন বিপ্লবের স্বাগত বক্তব্যের মধ্যদিয়ে সভা শুরু করা হয়।
স্মরণসভায় সাংবাদিক খান এ রাজ্জাকের জীবনাদর্শ নিয়ে আলোচনা করেন,কুয়াকাটা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আনোয়ার হোসেন আনু, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, কুয়াকাটা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য সিনিয়র সাংবাদিক আলহাজ্ব কুদ্দুস মাহমুদ,সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান,কুয়াকাটা প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইদুর রহমান, অর্থ সম্পাদক হোসাইন আমির প্রমুখ।
স্মরণসভার আলোচনা শেষে তার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করেন কুয়াকাটা কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মাওলানা মোবাশ্বের হোসেন। পরে আগত অতিথিদের মাঝে তবারক বিতরণ করা হয়।
Leave a Reply