শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১২:৫৬ অপরাহ্ন
অনলাইন ডেস্ক//আগামী সংসদ নির্বাচনে অন্তত ১০০ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণে নির্বাচন কমিশনের-ইসি প্রস্তাব নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ইভিএমে বিএনপির ভয় কেন?
‘আপনারা কেন বিরোধীতা করেন? স্বচ্ছ নির্বাচন-নিরপেক্ষ নির্বাচন যদি চান তাহলে ইভিএমে আপত্তি কেন?’
ডিসেম্বরের শেষ সপ্তাহে সংসদ নির্বাচনের কথা জানিয়ে মঙ্গলবার সেই নির্বাচনে ইভিএম ব্যবহারের কথা জানায় ইসি।
তবে ইসির ওই প্রস্তাব সরাসরি নাচক করে দিয়ে বিএনপি বলছেন, এটা ষড়যন্ত্রমূলক প্রস্তাব।
বুধবার সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে ঢাকা মহানগর উত্তর- দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের স্মরণ সভায় এ নিয়ে কথা বলেন ওবায়দুল কাদের।
তিনিও আগামী নির্বাচনে ১০০টি আসনে ইভিএম মেশিনে ভোট গ্রহণের কথা জানিয়ে বলেন, ‘গত তিনটি সিটি করপোরেশন নির্বাচনে রেজাল্ট যখন ঘোষণা হচ্ছিলো, ইভিএমের রেজাল্ট তো আগে থেকে হয়ে যায়। মনে আছে, বরিশাল এবং রাজশাহীতে আমরা এগিয়ে কিন্তু সিলেটে আমরা পিছিয়ে। তখনই আমরা বুঝে গিয়েছিলাম এখানে আমাদের বিজয়ের সম্ভবনা কম। এটা জিতলেন সিলেট সেখানে তো ইভিএমের জেতা দিয়ে শুরু শেষটাও তাই হলো।’
‘ইভিএম এখন একটা আধুনিক ভোটিং সিস্টেম। উন্নত গণতান্তিক দেশে এ পদ্ধতি চালু আছে। আপনারা কেন বিরোধীতা করেন? স্বচ্ছ নির্বাচন-নিরপেক্ষ নির্বাচন যদি চান তাহলে ইভিএমে আপত্তি কেন?’
কাদের আরো বলেন, ‘জাতীয় নির্বাচনে ইভিএমের ব্যবহার আওয়ামী লীগের নতুন কোন দাবি নয়। নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে আমরা কিন্তু নির্বাচনে ইভিএমর ব্যবহারের দাবি জানিয়ে ছিলাম। এটা আমাদের দাবিতে এখনও অটল।’
আওয়ামী লীগ নির্বাচন কমিশনের কাছে আবারো ইভিএমে ভোট নেয়ার দাবি জানাবে উল্লেখ করে তিনি বলেন, ‘তারপরও যদি নির্বাচন কমিশন মনে করে এ সময়ের মধ্যে ইভিএমে ভোট গ্রহণ সম্ভব না, তাহলে এ বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধন্ত নেবে।’
এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, যে সমস্ত দেশে ১৫ আগস্টের খুনিরা আছে, ষড়যন্ত্রকারীরা আছে, তাদের দেশে এনে বিচার না করা পর্যন্ত ষড়যন্ত্র বন্ধ হবে না।
তিনি বলেন, কামাল সাহেবরা বলছেন দেশে না কি ক্রান্তিকাল বিরাজ করছে। আমি বলি কীসের ক্রান্তিকাল? ক্রান্তিকাল তাদের যারা এদেশে রাজনীতির নীল নকশা বাস্তবায়ন করতে চায়।
Leave a Reply