মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৩:৪১ পূর্বাহ্ন
পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের কাউখালীতে দুটি প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
রবিবার (২১ জানুয়ারি) দুপুরে উপজেলার বাসস্ট্যান্ড সংলগ্ন বিসমিল্লাহ বেকারির মালিক রেজাউল করিমের কারখানায় ক্ষতিকারক অ্যামোনিয়া পাওয়ার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪২ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই দিনে উপজেলার দক্ষিণ বাজারে রামিন বেকারির মালিক কে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে কারখানা চালার অপরাধে ২০০০ টাকা জরিমানা করা হয়।
পৃথক পৃথক আদালত পরিচালনা করেন কাউখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বায়েজিদুর রহমান।
এ সময় সাথে ছিলেন উপজেলা সেনেটারী ইন্সপেক্টর এম ইলিয়াস উদ্দিন ও পুলিশের একটি ফোর্স।
Leave a Reply