শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৫:৩৪ অপরাহ্ন
কলাপাড়া প্রতিনিধি ॥
জোর যার মুল্লুক তার …..প্রবাদ বাক্যেও বাস্তবতা বিরাজমান এখন কলাপাড়া পৌর শহরে । পটুয়াখালীর কলাপাড়ায় রাস্তার উপরে টিনের বেড়া দিয়ে লোকজনদের চলাচল বন্ধ করে দিয়েছে উপজেলা পরিষদের গাড়ীর ড্রাইভার মো.আবুল কালাম। এ ঘটনাটি ঘটেছে পৌর শহরের নাচনাপাড়া ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায়। রাস্তাটি আটকে দেওয়ার ফলে দু’টি পরিবারের লোকজনের চলাচল এখন প্রায় বন্ধ হয়ে গেছে বলে এমন অভিযোগ রয়েছে। স্থানীয় বাসিন্ধা মাহবুব মৃধা এ বিষয়ে কলাপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে। অভিযোগকারী মাহবুব মৃধা জানান, তার বাসা ও আবুল কালামের বাসা পাশাপশি। তার চাচা হজ্বে যাওয়ার সুযোগে রাস্তাটি টিনের বেড়া দিয়ে আটকে দেয়।
এর ফলে তারা বাড়ী থেকে বেড় হতে পারছেনা। এক পর্যায় ঝড়গার সৃষ্টি হয়। তবে কোন উপায় না পেয়ে কলাপাড়া থানায় লিখিত অভিযোগ দিয়েছে। আবুল কালাম উপজেলা পরিষদের চেয়ারম্যানের গাড়ীর ড্রাইভার বলে তিনি জানিয়েছেন। মো.আবুল কালাম জানান, বিষয়টি সম্পূর্ন মিথ্যা। উল্টো তারাই জায়গা আটকে রেখে লোকজনদের চলাচালে জন্য বাধার সৃষ্টি করেছে। এ বিষয়ে পৌরসভা ও থানায় আগেই অভিযোগ দিয়েছি। কলাপাড়া থানার ওসি (তদন্ত) আলী আহম্মেদ জানান, উভয় পক্ষের অভিযোগ আছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে।
Leave a Reply