সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫০ পূর্বাহ্ন
কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর থানার সদর ইউনিয়নে নিরাপদ খাবার পানি সরবরাহের লক্ষ্যে একটি পরিশোধন প্ল্যান্ট স্থাপন করেছে উন্নয়ন সংস্থা গুড নেইবারস বাংলাদেশ। বুধবার মহিপুর ইউনিয়নের বিপিনপুর বাইতুন নূর জামে মসজিদের পাশে এ পরিশোধন প্ল্যান্টটি উদ্বোধন করা হয়।
এসময় সিডিপি ম্যানেজার পলাশ রনি মণ্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান। গুড নেইবারস বাংলাদেশ-এর এন এ্যাণ্ড ই ডাইরেক্টর আনন্দ কুমার দাশ, অ্যাডুকেশন এণ্ড হেলথ ইউনিট প্রধান রাজিয়া সুলতানা, সিনিয়র অফিসার জোসেফ সিদ্দিকী সিয়াফ, ইউপি চেয়ারম্যান মো.ফজলু গাজী।
পরিশোধন প্ল্যান্টটির আওতায় ৭ টি পানি সংগ্রহের স্থান থেকে নিরাপদ ও সুপেয় পানি পাবে সুবিধাভোগী প্রায় দেড় হাজার গ্রামবাসী, যারা আগে বিভিন্নভাবে পানির সংকটে ভুগেছেন।
এ বিষয়ে সিডিপি ম্যানেজার পলাশ রনি মণ্ডল বলেন, ‘এ উদ্যোগের মাধ্যমে আমরা জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট পানির সংকট মোকাবিলায় উপকূলীয় অঞ্চলের জনগোষ্ঠীর মাঝে সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি গ্রহণ করছি।
Leave a Reply