সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪৪ পূর্বাহ্ন
কলাপাড়া প্রতিনিধি: উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভীন সিমার নেতৃত্বে আওয়ামীলীগ অফিসে হামলা, বাড়ি ঘর ভাংচুর ও আওয়ামীলীগ নেতার পরিবারের সদস্যদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে নীলগঞ্জ ইউনিয়নের বাসিন্দারা। সোমবার দুপুরে উপজেলার পাখিমারা বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সদস্য রহমান তালুকদার, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা জাকারিয়া ইসলাম কালাম ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রবি কিরন সমুন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
বক্তারা বলেন, গতকাল রোববার রাতে নীলগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ অফিসে হামলা, উপজেলা আওয়ামীলীগের সদস্য রহমান তালুকদারের বাড়িঘর ভাংচুর ও তার পরিবারের সদস্যদের উপর হামলা চালায় উপজেলা ভাইস চেয়ারম্যান সীমার সমর্থকরা। এঘটনার পরপরই থানায় মামলা দায়ের করেন রহমান তালুকদার। মানববন্ধনে সকল আসামীদের গ্রেফতারের দাবি জানান তারা।
Leave a Reply