মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪০ পূর্বাহ্ন
ধর্ম ডেস্ক : প্রয়োজনীয় অনুমতি ছাড়া আসন্ন হজে অংশ না নিতে দর্শনার্থী ও বাসিন্দাদের সতর্ক করেছে সৌদি আরব সরকার। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে, প্রয়োজনীয় অনুমতি গ্রহণ না করে হজ করা অবৈধ। এটি করলে ৫০ হাজার সৌদি রিয়াল পর্যন্ত (বাংলাদেশি টাকায় ১৫ লাখ টাকা) জরিমানা করা হবে। খবর গালফ নিউজের
মন্ত্রণালয় জানিয়েছে, সুষ্ঠু ও মসৃণ পন্থায় হজ পালন নিশ্চিত করতে এবং সম্ভাব্য অনুমতি ছাড়া হজ পালন কমিয়ে আনার জন্য এই জরিমানা চালু করা হয়েছে।
এছাড়া যথাযথ অনুমতি ছাড়া কেউ হজযাত্রী পরিবহন করতে গিয়ে ধরা পড়লে তাকেও ৫০ হাজার সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা করা হবে।
সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় আরও জানিয়েছে, হজ বিধিমালা লঙ্ঘনের জন্য দোষী সাব্যস্ত প্রবাসীদের ছয় মাসের কারাদণ্ড দেওয়া হবে। তারপরে সৌদি আরব থেকে বের করে দেওয়া হবে। আগামী ১০ বছরের জন্য তাদের দেশটিতে প্রবেশ নিষিদ্ধ করা হবে।
Leave a Reply